ঝিনাইদহের মৌসুম আখ মাড়াই শুরু ১৫০ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে
ঝিনাইদহ প্রতিনিধিঃ
১৫০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে দক্ষিনাঞ্চলের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের (মোচিক) মাড়াই মৌসুম শুরু হয়েছে। শনিবার বিকালে প্রবিণ আথচাষী আব্দুল কাদের মিয়া ডোঙ্গায় আখ ফেলে মাড়াই কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে মোচিক চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসিসিআইসির চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার।
বক্তব্য রাখেন, কর্পোরেশনের পরিচালক হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এড আব্দুল ওয়াহেদ জোয়ারদার, কেরু চিনিকলের এমডি আরশাদ আলী, ফরিদপুর চিনিকলের এমডি আব্দুর রউফ, কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী, মোচিকের ওএপি গোলাম রসুল, চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমান, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নবি প্রমুখ।
এবার ৭০ থেকে ৭৫ দিন মিল চালু রেখে ৮০ হাজার মেট্রিক টন আখ মড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬ হাজার মেট্রিক টন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.