ওয়ান নিউজ ডেক্সঃ কে কার সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, আগামী রোববারের মধ্যে তা জানাতে নিবন্ধিত দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে শুক্রবার এ চিঠি দিয়েছেন ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান।
পরে ইসি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ধারা-২০ এর (১) এর (এ) বিধান অনুসারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত প্রার্থীদের বরাদ্দ করা যাবে। এ ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই হিসেবে রাজনৈতিক দলগুলোকে আগামী রোববারের মধ্যে জোটবদ্ধ হয়ে নির্বাচনের বিষয়টি কমিশনকে জানাতে হবে।
অনিবন্ধিত রাজনৈতিক দলের নেতারা নিবন্ধিত দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করতে পারবেন কিনা জানতে চাইলে ইসির সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘এটি আইনে নেই। কিন্তু, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল যদি কোনো অনিবন্ধিত দলের প্রার্থীকে নমিনেশন দেয়, তাহলেতো আমরা বাধা দিতে পারব না।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.