জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রিলিজ স্লিপের আবেদন ২১ মার্চ

ওয়ান নিউজঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২১ মার্চ (মঙ্গলবার) বিকাল ৪টা থেকে শুরু হবে। এ ভর্তি প্রক্রিয়া ৩০ মার্চ বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত চলবে।

যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে তারা হলো (ক) মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি (খ) ভর্তি বাতিল করেছে (গ) যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট  থেকে পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.