চট্রগ্রাম টেস্টে হিট স্ট্রোকের শিকার প্যাট কামিন্স
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ হিট স্ট্রোকের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট্রিক কামিন্স। চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত ১৪ ওভার বোলিং করেছেন এই পেসার। তবে প্রথম দিন চা বিরতির পর অনেকক্ষণ মাঠে নামেননি তিনি।
ধারণা করা হচ্ছে চা-পান বিরতির সময়েই হিট স্ট্রোকের শিকার হয়েছিলেন কামিন্স। আর চা বিরতির পর খেলা শুরু হওয়ার প্রায় ১০ ওভার পর মাঠে নামেন এই ডানহাতি পেসার।
এদিকে কামিন্স হিট স্ট্রোকের শিকার হওয়ায় বিপাকে পড়েছিল স্টিভ স্মিথের দল। কারণ সিরিজের দ্বিতীয় টেস্টে দলের এক মাত্র পেসার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
১৪ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি এই ডানহাতি পেসার। বাংলাদেশের বিপক্ষে তিন স্পিনার এবং এক পেসার নিয়ে খেলতে নেমেছে অজিরা।
এর আগে ১৯৭৮ সালে তুখোর ফাস্ট বোলার জিওফ থমসনের সঙ্গে তিন স্পিনার খেলেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে। এদিকে সিরিজের প্রথম টেস্টের আগে অনুশীলনের সময় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও হিট স্ট্রোকের শিকার হয়েছিলেন। আর সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই সাইড স্ট্রেনের ইনজুরির কারণে দেশে ফিরে গিয়েছেন জশ হ্যাজেলউড।
উল্লেখ্য যে, সিরিজের প্রথম টেস্টে টাইগারদের কাছে ২০ রানে হেরে ইতিমধ্যে ব্যাকফুটে আছে অজিরা। আর দ্বিতীয় টেস্টের প্রথম দিনই কামিন্স হিট স্ট্রোক করায় দুর্ভোগ পোহাতে হতে পারে সফরকারীদের।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.