গুণারত্নের দেওয়া বক্তব্য সমর্থনযোগ্য নয় বলে মন্তব্যঃ আইজিপি

ওয়ান নিউজঃ হলি আর্টিজানের হামলার ঘটনায় আইএস নিয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক রোহান গুণারত্নের দেওয়া বক্তব্য সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, ‘গুলশান হামলা বিষয়ে তার বক্তব্য পুলিশ সমর্থন করে না। রোহান সাহেব একজন প্রফেসর। তিনি কোনও পুলিশ কর্মকর্তা নন। তিনি শিক্ষাবিদ, গবেষক। তার বক্তব্য সমর্থন করি না।’

সোমবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশ ও পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে।

এর আগে রোববার সম্মেলনে রোহান গুণারত্নে  বলেন, ‘হলি আর্টিজানে যারা হামলা চালিয়েছিল, তারা জেএমবি নয়, তারা আইএস। এটি সেই সন্ত্রাসীগোষ্ঠী, যারা নিজেদের ইসলামিক স্টেট বলে পরিচয় দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ওই হামলা সম্পর্কে সত্য বলেননি।’তার এই  বক্তব্য প্রসঙ্গে আইজিপি বলেন, ‘গুণারত্নের মতো করে তিনি বলেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে তার বলার মধ্যে বাস্তবতার সঙ্গে মিল থাকতে হবে।’তিনি আরও বলেন, ‘গুণারত্নে  যাদের আইএস বলেছেন, আমরা তাদের অনেককেই ধরেছি।  এখন পর্যন্ত তাদের একজনও স্বীকার করেনি তারা আইএস। তারা বলেছে জিএমবির বিভিন্ন শীর্ষ নেতার অনুসারী তারা। যারা মারা গেছে, তাদের স্বজনরাও কখনও বলেননি, তারা আইএসের সদস্য। ভার্চুয়াল ওয়াল্ডে তাদের বিচরণ থাকতে পারে। সেটা তাদের নিজস্ব ব্যাপার।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.