গার্সিয়াকে বার্সেলোনা এখনই পেতে চায়!

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ দরাদরির নিয়মটা বিশ্বজনীন। বিক্রেতা একটা দাম বলবে, সেটা কমিয়ে আনার জন্য ক্রেতা পাল্টা একটা দাম শুনিয়ে দেবে। এত কম দাম শুনে বিক্রেতা ‘হায়, হায়, এটা কী বললেন’—একটা ভাব তুলে আগের চেয়ে দামটা একটু কমিয়ে আনবেন। ক্রেতাও কেনার ইচ্ছে আর দমাতে না পেরে দামটা আরেকটু বাড়িয়ে বলবেন। এভাবেই আলোচনা এগোতে এগোতে একটা মাঝামাঝি অবস্থানে গিয়ে দর-কষাকষির রফা হয়। পণ্য নিয়ে ফেরেন ক্রেতা, বিক্রেতাও ফেরেন পকেট আগের তুলনায় একটু ভারী করে।

গুলিস্তানকে কাপড় কিনুন, অথবা কায়রোর অলিগলিতে গালিচা—এই নিয়মেই চলে বেচাকেনা। ফুটবল দুনিয়াতেও তাই। প্রথমে বেশ উঁচু দর হেঁকেও পরে দাম কমিয়ে আনে ক্লাবগুলো। আগ্রহী ক্লাবও ধীরে ধীরে দর বাড়ায়। তবে বার্সেলোনা এবার সে পথে হাঁটছে না। তাই তো ম্যানচেস্টার সিটি থেকে খেলোয়াড় টেনে আনার চেষ্টায়, আগের চেয়েও দাম কমিয়ে প্রস্তাব পাঠিয়েছে কাতালানরা।

এরিক গার্সিয়াকে বার্সেলোনা থেকে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিলেন পেপ গার্দিওলা। কেন নিয়েছিলেন সেটা সবার জানা। দারুণ ডিফেন্ডার, বল পায়ে দক্ষ। কিন্তু এটাই তাঁর বড় গুণ নয়, এই স্প্যানিশ খেলোয়াড়ের ম্যাচ বোঝার ক্ষমতা ঈর্ষণীয়। এক ম্যাচে প্রতিপক্ষের গা গরমের ধরন দেখেই নাকি গার্দিওলাকে বলে দিয়েছিলেন, কজন ডিফেন্ডার নিয়ে নামবে প্রতিপক্ষ! এমন একজনকে দলে চাইবেন যে কেউই। কিন্তু, গার্সিয়ার নাকি আর ইংল্যান্ডে ভালো লাগছে না। এই ডিফেন্ডার আবার বার্সেলোনায় ফিরতে চান। এ কারণে সিটির চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন গত মৌসুমের শেষ দিকে।

২০২১ পর্যন্ত গার্সিয়ার সঙ্গে চুক্তি ম্যানচেস্টার সিটির। এরপরই মুফতে চলে যেতে পারবেন এই ডিফেন্ডার। এ পরিস্থিতিতে বিক্রি করে দেওয়াই ভালো। আর ১৯ বছর বয়সী ডিফেন্ডারকে বার্সেলোনাও এখনই পেতে চায়। নতুন কোচ রোনাল্ড কোমানই জানিয়েছেন, ‘আমরা এই খেলোয়াড়কে এখনই পেতে চাই। কারণ, আমাদের এখন মাত্র তিন বা চারজন ডিফেন্ডার আছে। মাঠের এই পজিশনে আমাদের একটু ঘাটতি আছে। আমরা জানি আর্থিকভাবে ব্যাপারটা একটু কঠিন। আমরা ওর ব্যাপারে আগ্রহী কিন্তু জানি না ওকে পাব কি না।’

বার্সেলোনা কয়েক দিন আগেই রক্ষণে নতুন খেলোয়াড় টেনেছে। আয়াক্স থেকে রাইট ব্যাক সের্হিনিও দেস্তকে ২ কোটি ১০ লাখ ইউরো দিয়ে এনেছে তারা। করোনাপরবর্তী পৃথিবীতে নতুন খেলোয়াড় টানতে তাই বেশ সাবধানে এগোতে হচ্ছে তাদের। কিন্তু গার্সিয়াকে এখনই পেতে চাইলে যে ধরনের প্রস্তাব দেওয়া প্রয়োজন, সেটা পাঠাতে পারছে না তারা। গার্সিয়ার জন্য ৩ কোটি ইউরো চেয়েছে সিটি। কিন্তু ছয় মাস পরই যার সঙ্গে মুফতে চুক্তির কথা বলা যাবে তাঁর জন্য এত অর্থ খরচ করতে রাজি নয় কাতালানরা।

কাতালান সংবাদমাধ্যম দাবি করেছে গার্সিয়াকে পেতে নতুন এক প্রস্তাব পাঠিয়েছে বার্সেলোনা। নতুন প্রস্তাব অনুযায়ী, গার্সিয়ার জন্য মাত্র ৫০ লাখ ইউরো দেবে বার্সেলোনা, সে সঙ্গে শর্ত সাপেক্ষে আরও কয়েক লাখ ইউরো। মজার ব্যাপার কিছুদিন আগেই আরেকটি প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। সে প্রস্তাব ছিল ৮০ লাখ ইউরোর, সে সঙ্গে শর্ত সাপেক্ষে ২০ লাখ ইউরো দেওয়ার কথা বলেছিল তারা। সে প্রস্তাব উড়িয়ে দিয়েছিল সিটি। এবার আরও দর কমিয়ে দেওয়ার পর উত্তর বদলানোর কোনো ইচ্ছে হয়নি সিটির। বরং তারা আশাবাদী, আগামী ছয় মাস নিয়মিত খেলার সুযোগ পেলেই মতো বদলাবেন গার্সিয়া। তখন নতুন চুক্তিতে স্বাক্ষরও করবেন এই ডিফেন্ডার। এ মৌসুমে এরই মাঝে দুই ম্যাচ খেলে ফেলেছেন গার্সিয়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.