খুরুস্কুলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, নগদ অর্থ,ও শীতবস্ত্র বিতরন
স্টাফ রিপোর্টার, কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল বঙ্গবন্ধু বাজারের কাওয়ারপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সাইমুম সরওয়ার কমল এমপি’র পক্ষ থেকে নগদ অর্থ, টিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৮ ফেব্র“য়ারি) সকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের পক্ষে সাংসদের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক ক্ষতিগ্রস্তদের হাতে এসব সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জসিম, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন মিনু, শফিউল আলম, শেখ কামাল, সুফিয়া নুর ও শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল উদ্দিন প্রমূখ। এতে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.