খুরুশকুল পল্লংখালী ৫.২কি:মি বেড়িবাধ ভাঙ্গা মেরামত জরুরী ভিত্তিতে কাজ সম্পন্ন করার দাবী এলাকাবাসীর
শফিউল হক রানা, কক্সবাজার সদর প্রতিনিধিঃ কক্সবাজার সদরের খুরুশকুল পল্লাংখালী ৫.২ কিঃমিঃ বেড়িবাধের ভাঙ্গা অংশ কাজ নেয় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার চকরিয়ার মানিক চেয়ারম্যান। কাজটি ০১/১২/১৬ইং তারিখ শেষ করার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে কাজটি এখনো পর্যন্ত শেষ না করে বেড়িবাধের ভাঙ্গা অবস্থায় পেলে রেখে কাজ বন্ধ করে দেয়। এব্যাপারে এলাকার সুশীল সমাজের অভিযোগ অতি জরুরী ভিত্তিতে কাজটি সম্পূর্ণ না করিলে ৫০০ একর চিংড়ি খামার, কাকড়া, খামার, ধান চাষ, কক্সবাজার সদরের ঈদগাও ইউনিয়নের শত শত মানুষের চলাচলের একমাত্র সড়কটি ডুবে গিয়ে সড়কটি ক্ষতি হওয়ার সম্ভাবনা রহিয়াছে। এব্যাপারে প্রতিবেদন করতে গেলে সাবেক মেম্বার আতাউল্লাহ, মো: ওমর, নুরুজ্জামান সিকদার, গিয়াস উদ্দিন, সাবেক মেম্বার মোক্তার আহমদ সকলেই ওয়ান নিউজ ডট কম ডট বিডি’র প্রতিনিধি শফিউল হক রানাকে জানায় অতি জরুরী ভিত্তিতে বেড়িবাধটি সম্পূর্ণ না করলে জনসাধারণের ১০০ কোটি টাকা ক্ষতি হবে বলে জানায়। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম কক্সবাজার কর্মকর্তার সাথে প্রতিনিধি আলাপকালে জানায়, কাজটি মানিক চেয়ারম্যান পাই। শেষ করার ০১/১২/২০১৬ইং তারিখে শেষ করার কথা থাকলেও বিলের কারণে কাজটি শেষ করিতে পারে নাই। বিধায় ঠিকাদার মানিক আগামী জুন ২০১৭ইং সাল পর্যন্ত সময় চেয়ে টাইম পিটিশন করেন। কর্মকর্তা আরও বলেন, অতি শীঘ্রই জুন মাসের আগে কাজটি সম্পূর্ণ করার আশ্বাস দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.