খালেদা জিয়ার মামলার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন ফের ১২ জানুয়ারি
ওয়ান নিউজঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নতুন একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আগামী ১২ জানুয়ারি ৩২তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তা নূর আহমেদ।
এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৩৪২ ধারায় বেগম খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন ফের পিছিয়ে একই দিন ১২ জানুয়ারি পুনর্নির্ধারণ করেছেন আদালত।
পুরান ঢাকার বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার বিচারকার্য চলছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আজ দিন ধার্য ছিল। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে।
হস্পতিবার সকাল ১১ টার দিকে ঢাকা বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে উপস্থিত হন তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলা দুইটির ঢাকার বক্শীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনে বিশেষ এজলাসে বিচারকাজ চলছে। এই বিশেষ জজ আদালত-৩-এর বিচারক হলেন আবু আহমেদ জমাদার।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুনুর রশিদ মামলাটি করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.