খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীটের প্রতিবাদে ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীট প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে বুধবার শহরের কেপি বসু সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

শফি উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তরা অবিলম্বে খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় দেয়া চার্জশীট প্রত্যাহার ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন-নবী খাঁন সোহেলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.