ক্ষুদে শিল্পীদের সঙ্গে রুনা লায়লা

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ জাতীয় চলচ্চিত্র দিবস (৩ এপ্রিল) উপলক্ষে প্রচার হবে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এর বিশেষ পর্ব। আর এতে অতিথি হিসেবে দেখা যাবে কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে।

সম্প্রতি অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। পুরো সময়জুড়ে দ্যুতি ছড়িয়েছেন রুনা। কখনো বিচারকের আসনে, কখনো বা শিশু-কিশোরদের সঙ্গে মঞ্চে, আবার কখনো অভিজ্ঞতার গল্প— এভাবেই সময় কেটেছে তার।

‘ক্ষুদে গানরাজ’-এর চূড়ান্ত পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ শিল্পী। তাকে নিয়ে নির্মিত পর্ব দুটি প্রচার হবে ৩ ও ৪ এপ্রিল রাত ৮টায় চ্যানেল আইতে। অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা শুনিয়েছে ৮০ দশকের চলচ্চিত্রে রুনার কণ্ঠ দেওয়া গান।

বরাবরের মতো প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্বে আছেন ফেরদৌস আরা ও এস আই টুটুল। ‘ক্ষুদে গানরাজ’ উপস্থাপনা করছেন মীম চৌধুরী। পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.