ক্রিকেটার সানির জামিন শুনে যা বললেন নাসরিন
ওয়ান নিউজঃ নারী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির এক মাসের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। জামিন শুনানির সময় মামলার বাদী নাসরিন আদালতে হাসিখুশি ছিলেন।
শুনানির সময় বিচারক বাদীকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা কি আপস হয়েছেন?’ জবাবে নাসরিন বলেন, ‘হাঁ আমি আপস হয়েছি।’
তখন বিচারক বলেন, ‘আরাফাত সানি যদি আগের রূপ ধারণ করে তাহলে জামিন বাতিল হবে, আর ভালো হয়ে গেলে জামিন বহাল থাকবে।’
পরবর্তী সময়ে বিচারক বাদীর জিম্মায় সানিকে এক মাসের অন্তবর্তীকালীন জামিন দেন। আর জামিন আদেশ শোনার পর নাসরিনকে আদালতে মুচকি হাসি দিতে দেখা যায়।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি আইনে নাসরিন সুলতানা নামে এক তরুণীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে আরও দুটি মামলা করেন ওই তরুণী।
মামলা থেকে জানা যায়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর আরাফাত সানির সঙ্গে নাসরিন সুলতানার বিয়ে হয়। গত বছরের ১২ জুন আরাফাত সানি দুজনের কিছু ব্যক্তিগত ছবি এবং ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ফেসবুকের ম্যাসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই তরুণীকে হুমকি দেন।
২৫ নভেম্বর ওই তরুণীকে ফের আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন আরাফাত সানি। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২৩ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আরাফাত সানির বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগে দ্বিতীয় মামলা করেন নাসরিন সুলতানা।
গত ১ ফেব্রুয়ারি ২০ লাখ টাকা যৌতুকের জন্য মারধরের অভিযোগে আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে ঢাকার ৪নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তৃতীয় মামলা করেন নাসরিন। আদালত মামলাটি মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।
৮ ফেব্রুয়ারি আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করে মোহাম্মদপুর থানা। ১২ ফেব্রুয়ারি এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ৯ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ মামলায় তার জামিন মঞ্জুর করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.