কক্সবাজার সদর উপজেলা কৃষকলীগের উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলার উদ্যোগে বিকাল ৪ঘটিকার সময় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা কৃষকলীগের এম সব্বিরের সভাপতিত্বে সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বাবু সনজিত চক্রবর্তী সঞ্চালনায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষকলীগের সহসভাপতি রফিক উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস মাখন, আমির হামজা, সদর কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ইমন,সাংগঠনিক সম্পাদক ফারুক, খুরুশকুল কৃষকলীগের সভাপতি শফিউল্লাহ শফি, সাধারণ সম্পাদক শফিউল হক রানা, ফিরোজ শাহী, ঝিলংজা কৃষকলীগের সভাপতি আবুল ফয়েজ, সাধারণ সম্পাদক শেখ জামাল চৌফলদন্ডী কৃষকলীগের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক মাষ্টার মনজুর আলম, আবদু শুক্কুর, সাহেদ, রাসেল, আলমগীর, রাশেদুল ইসলাম রাশেদ, ফরিদুল আলম, নিপুন কান্তি পাল, জাহাঙ্গীর আলম, মনির খান প্রমুখ। বক্তারা বলেন কৃষকলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে কৃষকলীগের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। কৃষকলীগ আছে কৃষকলীগ থাকবে এই শ্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.