কক্সবাজার শহরের কুখ্যাত অস্ত্র, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আমান উল্লাহ ৩ সহযোগীসহ রায়হান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ২৩/০২/২০১৭ ইং তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় গোপন সূত্রে অভিযান পরিচালনা করিয়া কক্সবাজার সদর মডেল থানার একটি দল অত্র থানাধীন ঝিলংজা ইউনিয়নের উপজেলা পরিষদের সীমানা প্রাচীরের অভ্যন্তরে সমাজসেবা অফিস সংলগ্ন উপজেলা কর্মচারীদের পরিত্যক্ত সেমি পাকা ঘর হইতে কক্সবাজার শহরের কুখ্যাত অস্ত্র, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আমান উল্লাহ (৩০), পিতা-শামসুল হুদা, সাং-দক্ষিণ ডিক্কুল, ঝিলংজা, উভয় থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার এবং তাহার সহযোগী ২। মোঃ নেছার উদ্দিন (২৮), পিতা-বাচা মিয়া, সাং-উপজেলা পাড়া, ঝিলংজা, ৩। মোঃ মামুন (৩৮), পিতা-আমিনুল ইসলাম, সাং-খিলমেহের, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, বর্তমানে-সরকারী শিশু পরিবার, খুরুস্কুল রাস্তারমার মাথা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ৪। মনছুর আলম (৪০), পিতা-মৃত আব্দুল লতিফ, সাং-দক্ষিণ ডিক্কুল, ঝিলংজা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারদেরকে গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত হইতে ক) ০১টি দেশীয় তৈরী একনালা বন্দুক, যাহা কাঠের বাটসহ লম্বা অনুমান ৩১ইঞ্চি, লোহার অংশ অনুমান ২২ ইঞ্চি, কাঠের অংশ অনুমান ০৯ ইঞ্চি, খ) ০৪টি বন্দুকের কার্তুজ, গ) ০৫টি বায়ুরোধক নীল পলিব্যাগে ৭০০ (সাতশত) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এস,আই মোঃ আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামী আমান উল্লাহর বিরুদ্ধে ০১টি অস্ত্র , ০২টি মাদক , দ্রুত বিচার ০২টি সহ সর্বমোট ০৬ (ছয়)টি মামলা বিচারাধীন। পৃথক ঘটনায় কক্সবাজার শহরের কুখ্যাত ছিনতাইকারী, অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোঃ রায়হান প্রকাশ ডাকু রায়হান প্রকাশ বলি ফাতনির ছেলে প্রকাশ নাছিরের ভাই, পিতা- ফরিদ, সাং- সাহিত্যিকা পলস্নী, রুমালিয়ারছড়া, সিটি কলেজ সংলগ্ন, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারকে অদ্য ২৩/০২/২০১৭ ইং তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছরাস্থ চেয়ারম্যান ঘাটা সাকিনের জনৈক বাচ্চুর বাড়ীর সামনে পাহাড়ের নুরানী মাদ্রাসার পার্শ্বে হইতে ক) ০১টি এলজি, যাহা লম্বা অনুমান ১৩ ইঞ্চি, খ) ০২টি কার্তুজ, গ) ০১টি বায়ুরোধক নীল পলিব্যাগে ৯৫ (পচানব্বই) পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এস,আই মানস বড়ুয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামী রায়হানের বিরুদ্ধে অস্ত্র মামলা ০১টি, ০৪টি ডাকাতি , দ্রুত বিচার ০১টি,০২টি মাদকসহ সর্বমোট ১২টি মামলা আছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.