নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার (২২ মে) ৪৯ রোহিঙ্গাসহ ৯৯ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। ৬৫৮ জনের নমুনা টেস্টে বাকী ৫৫৯ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার শনাক্ত হওয়া ৯৯ জন করোনা রোগীর মধ্যে ৪ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে ১ জন বান্দরবান জেলার রোগী। অবশিষ্ট ৯৪ জন রোগীর সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ৪৯ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ১৩ জন, রামু উপজেলায় ১১ জন, উখিয়া উপজেলায় ৬ জন, টেকনাফ উপজেলার ৮ জন এবং মহেশখালী উপজেলার ৭ জন রোগী রয়েছে।
এনিয়ে, ২২ মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ৯ হাজার ৯৬৩৩ জন। এরমধ্যে, গত ২০ মে পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ১০৮ জন। তারমধ্যে, ১৩ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’১৩%।
এদিকে, গত ২১ মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৩৩৫ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৭’৩৭%। একই সময়ে হোম আইসোলেসনে রয়েছেন ৭৩৭ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেসনে রয়েছেন ২৮২ জন। তারমধ্যে, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছেন ৫০ জন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালে রয়েছেন ২ জন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালে রয়েছেন ৪ জন, কক্সবাজার শহরের পশ্চিম বাহারছরা ফ্রেন্ডশিপ SARI হাসপাতালে রয়েছেন ৬ জন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের অভ্যন্তরে আইসোলেসন সেন্টার সমুহে রয়েছেন স্থানীয় জনগণ ৭৩ জন এবং রোহিঙ্গা শরনার্থী রয়েছেন ১৪৭ জন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.