কক্সবাজারে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু
ওয়ান নিউজঃ কক্সবাজারে জমকালো আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। ‘উন্নয়নের গণতন্ত্র- শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগানে জেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলের শহীদ দৌলত ময়দানে বিকেল ৪টায় মেলার উদ্বোধন করেন সংরক্ষিত আসনের নারী সাংসদ জাপা নেত্রী খোরশেদ আরা হক।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে উদ্বোধনীতে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, মহেশখালী-কুতুদিয়ার সাংসদ আশেক উলাহ রফিক, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম কুদ্দুস, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ সভাপ্রধান কানিজ ফাতেমা, সিভিল সার্জন ও বিএমএ সভাপতি ডা. পু চ নু, এডিসি (শিক্ষা) সাইফুল ইসলাম, এডিসি (রাজস্ব) আনোয়ার নাসের, সদর উপজেলা চেয়ারম্যান জি এম রহিম উলল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে এসে শেষ হয়।
মেলায় জেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, জেলা পুলিশ, স্বাস্থ্যবিভাগ, বিদ্যুৎ বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি, বিআরটিএ, পরিবেশ অধিদফতর, বনবিভাগ, আয়কর বিভাগ, কাস্টমস বিভাগ, আবহাওয়া অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা মৎস্য অফিস, সড়ক বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, বিসিক, কৃষি সম্প্রসারণ অধিদফতর, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন এনজিও সংস্থা অংশ নিয়েছে। এসব বিভাগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শনসহ সরাসরি নানান নাগরিক সেবা প্রদান করবে। মেলাকে ঘিরে শহীদ দৌলত ময়দান ও পৌরসভার সামনের সড়কটি বর্ণিল সাজে সাজানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.