এক টাকা দরে ঈদ পোশাক বিক্রি করলেন সিএমপি কমিশনার

ডেস্ক নিউজ:
ক্রেতা সমাজের অসহায় দুস্থ শিশু-বৃদ্ধরা। বিক্রেতা স্বয়ং নগর পুলিশের শীর্ষ কর্মকর্তা! ক্রেতারা স্বাচ্ছন্দে কিনছেন আর বিক্রেতাও খুশি মনে বিক্রি করছেন। তবে ক্রেতাদের পছন্দের ঈদ পোশাকের জন্য মূল্য দিতে হচ্ছে মাত্র এক টাকা!এরপরও খুশি ক্রেতা-বিক্রেতা উভয়েই। এমনই দৃশ্য দেখা গেছে সোমবার বেলা ১২টার দিকে নগরের বাকলিয়া থানার রাজাখালীর রাজবাড়ী কনভেনশন সেন্টারে।

‘সিএমপি-বিদ্যানন্দ, এক টাকায় ঈদ আনন্দ’ এ স্লোগানকে সামনে রেখে সমাজের ছিন্নমূল মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এমন আয়োজন করা হয়। এ আয়োজনে বিক্রেতা হয়ে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। সঙ্গে ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক কিশোর কুমার দাশ।

সিএমপির চকবাজার জোনের এসি মুহাম্মদ রাইসুল ইসলাম সিভয়েসকে জানান, জাতি ধর্ম বর্ণ অর্থ বিত্ত নির্বিশেষে সকলের মাঝে ঈদ আনন্দকে ছড়িয়ে দিতে বন্দর রাজাখালীর রাজবাড়ী কনভেনশন সেন্টারে এই ব্যতিক্রমী আয়োজন করা হয় সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। এ উদ্যোগের বিশেষত্ব হলো যাকাত কিংবা দান নয়, নিজেদের সামর্থ্যের টাকায় ছিন্নমূল মানুষজন ঈদের পোশাক কিনে নিতে পারছেন। হোক না সেটা এক টাকা মূল্য। শিশু কিশোর তরুণ বয়স্ক সকল বয়সের মানুষের জন্যই ছিল এই আয়োজন।

এক টাকার পোশাক কেনার পাশাপাশি এ দিন অংশ নেওয়া একশজনের জন্য ছিল ঈদের সেমাই, চিনি, আটা, তেলসহ খাবারের প্যাকেট। আগামীকাল ১১ মে ও ১২ মে একই স্থানে আরও দুইশ জনের জন্য এমন আয়োজন রয়েছে বলে জানান রাইসুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাকসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.