একসঙ্গেই মাইলফলকের সামনে সাকিব-তামিম
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বাংলাদেশের ক্রিকেটে সাকিব যদি হন খেয়ালী রাজা। তামিম তবে অদম্য গতির নাম। গেল ১০ বছর ধরে দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন তারা। ক্যারিয়ারের শুরু থেকেই দুজনের গলায় গলায় দোস্তি। সময় গড়িয়ে তা যতটা গাঢ় হয়েছে। ঠিক ততটাই গাঢ় হয়েছে বাংলাদেশে ক্রিকেটে তাদের ছাপ। সব ফরম্যাটে বাংলাদেশের হয়ে তাল মিলিয়ে রান করেছেন। দুজনকে এবার মিলিত করছে আরেকটি মাইলফলক। সব ঠিক থাকলে একসঙ্গেই নিজেদের পঞ্চাশ নম্বর টেস্ট খেলতে নামবেন তারা।
১০ বছরে ৫০ টেস্ট। বড্ড কমই। তাদের থেকে বছর চারেক পরে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন বিরাট কোহলি। এরমধ্যেই তিনি খেলে ফেলেছেন ৬০ টেস্ট। জো রুট তারও পরে শুরু করে খেলে ফেলেছেন ৫৭ টেস্ট। শুরুর দিকে দলে নিয়মিত না হলেও ২০১০ সালে ক্যারিয়ার শুরু করা স্টিভেন স্মিথের ঝুলিতেও জমা হয়ে গেছে ৫৪ টেস্ট। কি আর করবেন সাকিব-তামিম। বাংলাদেশই যে টেস্ট খেলার সুযোগ পায় কালেভদ্রে। এই বছরটাতেই কেবল একটু বেশি সাদা পোশাকে মাঠে নামার সুযোগ ঘটছে।
দেশের জার্সি গায়ে সব ফরম্যাটে সেরা পারফর্মার তারাই। গালিও শুনতে হয় বেশি। ‘সাকিব বেয়াদব’, ‘চাচার জোরে খেলেন তামিম’। ব্যাট বলের মুন্সিয়ানায় একটু খামতি দেখেলেই হইচই পড়ে যায়, এসব কথাবার্তাই ভেসে বেড়ায় বাতাসে। অথচ টেস্ট বলুন, টি-টুয়েন্টি বলুন কিংবা ওয়ানডে। টাইগার দলটির সবার উপরে এই দুই নাম, নানান রেকর্ড নিয়ে তাদের মধ্যেই যতো কাড়াকাড়ি।
তামিম ইকবালের টেস্ট অভিষেকের মাস ছয়েক আগেই সাদা জার্সি গায়ে চাপিয়েছিলেন সাকিব আল হাসান। শুরুর ওই সময়টা বাদ দিলে সাকিব আল হাসান আর তামিম ইকবাল চলেছেন কাঁধে কাঁধ রেখে। তাদের একসাথে চলার ছবি জানান দিচ্ছে পরিসংখ্যান খাতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নামার আগে দুজনেই খেলেছেন ৪৯ টেস্ট।
৪৯ টেস্টে সাকিবের রান ৩৪৭৯। তামিম খানিকটা এগিয়ে, তার সংগ্রহ ৩৬৭৭ রান। আবার গড়ের দিক থেকে খানিকটা এগিয়ে সাকিব ৪০.৯২, তামিমের ৩৯.৫৩। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস কদিন আগ পর্যন্ত ছিলো তামিমের দখলে। তার ২০৬ রানের রেকর্ড নিউ জিল্যান্ডে গিয়ে ২১৭ রানের ইনিংসে ভেঙ্গে এসেছেন সাকিব আল হাসান। তামিম মৃদু হেসে জানিয়েছেন তিনি আবার নিজের করে নিতে চান ওই রেকর্ড। তাদের এই মধুর প্রতিযোগিতায় লাভ বাংলাদেশেরই।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ওস্তাদি দেখাতে পারেন বলে সাকিব সব্যসাচী। সব ফরম্যাটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছেন বহুবার। আছেন এখনো। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৭৬ উইকেট তারই। অস্ট্রেলিয়া ছাড়া বাকি সব দলের বিপক্ষেই আছে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। এবার তা করে ফেললে অনন্য রেকর্ডে ভাগ বসাবেন তিনি। টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচবার ম্যাচ সেরা হয়েছেন মাগুরার ছেলে। সবচেয়ে বেশি ম্যান অব দ্য সিরিজের পুরষ্কারও গেছে তার হাতে। তবে সেঞ্চুরিতে এগিয়ে তামিম। ৮টি সেঞ্চুরি করে সবার উপরে তিনি। সাকিবের আছে ৫টি।
দেশ কিংবা বিদেশ, রেকর্ড বলে সবখানেই প্রায় সমান খেলেন তারা। সাকিব ৪৯ টেস্টের ৩২টাই খেলেছেন দেশে। তাতে ৪১.৩৫ গড়ে ২১৯২ রান তার। আছে দুই সেঞ্চুরি আর ১৪টি ফিফটি। তবে চলতি বছরের শুরুতে ক্যারিয়ার সেরা ২১৭ করেছিলেন ওয়েলিংটনে। দেশের বাইরে ১৭ টেস্টে ৪০.২১ গড়ে ১২৮৭ রান তার।
দেশের মাঠে ৩০ ম্যাচ খেলে ৩৯.৪১ গড়ে ২২০৭ রান তামিমের। ৮ সেঞ্চুরির ৫টা দেশে, পাকিস্তানের বিপক্ষে খুলনাতেই করেছিলেন ২০৬ রান। দেশের বাইরে ১৯ টেস্টে ৩৯.৭২ গড়ে করেছেন ১৪৭০ রান। ৩ সেঞ্চুরির ২টা তো হয়ে আছে বিখ্যাত। লর্ডস আর ওল্ড ট্রাফোর্ডে টানা দুই সেঞ্চুরিতে সিনাটান করে তোলে ধরেছিলেন দেশের পতাকা। প্রথমটিতে নাম উঠেছিলো ক্রিকেট মক্কার অনার্স বোর্ডে।
দুজনেই আছেন সেরা সময়ে। পরিণত হয়েছেন আরও। সাকিব যদিও প্রায়ই খেয়ালি শটে আউট হয়ে যান তবু সাদা পোশাকে শেষ পাঁচ বছরে ৪৮.৩৫ গড়ে রান করেছেন তিনি। পাঁচবছর আগের ৩৫ এর ঘরের ক্যারিয়ার গড়কে তোলে এনেছেন ৪০ এর উপরে। একই সময়ে গড় বাড়িয়েছেন তামিমও। ৩৮ এর নিচের গড়টা এখন প্রায় ৪০।
বাংলাদেশের অধিনায়ক আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন একবার। সে মিশনে আলোর বদলে কালিমা লেগেছে। বরখাস্তও হয়েছেন একসঙ্গেই। নিজেদের পারফরম্যান্স দিয়েই ঘুরে দাঁড়িয়েছেন। ছুটে যাওয়া দায়িত্ব আবার এসে জুটেছে। তামিম টেস্টে মুশফিকের ডেপুটি। ওয়ানডেতে মাশরাফির ডেপুটির থাকার পাশাপাশি টি-টুয়েন্টির নেতা এখন সাকিব। দলের নেতাগিরি নিয়ে প্রশ্ন থাকলেও ব্যাট-বলের নেতাগিরিতে ঢের এগিয়ে তারা।
এর আগে বাংলাদেশের হয়ে ৫০ বা তারবেশি টেস্ট খেলেছেন তিনজন। ৬১ টেস্ট খেলে এগিয়ে মোহাম্মদ আশরাফুল। বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবেন নিজের ৫৫ নম্বর টেস্টে। আর ‘মিস্টার ফিফটি’ হাবিবুল বাশারের ক্যারিয়ার থেমেছে ঠিক ৫০ টেস্টেই।
তামিম ইকবালের টেস্ট ব্যাটিং রেকর্ড
ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
৪৯ | ৯৪ | ৩৬৭৭ | ৩৯.৫৩ | ২০৬ | ৮ | ২২ |
সাকিব আল হাসানের টেস্ট ব্যাটিং রেকর্ড
ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
৪৯ | ৯২ | ৩৪৭৯ | ৪০.৯২ | ২১৭ | ৫ | ২১ |
সাকিব আল হাসানের টেস্ট বোলিং রেকর্ড
ম্যাচ | ইনিংস | উইকেট | গড় | ইকোনমি | স্ট্রাইকরেট | ৫ উইকেট |
৪৯ | ৮২ | ১৭৬ | ৩৩.০৪ | ৩.০২ | ৬৫.৬০ | ১৫ |
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.