উখিয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ওয়ান নিউজঃ উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল শূক্রবার বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ও উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হামিদুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মুফিদুল আলম, নুরুল ইসলাম চৌধুরী, টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, কাজী হেলাল উদ্দিন, অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, মাষ্টার জাহেদুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম, মাষ্টার শাহ আলম, মাষ্টার দিদারুল আলম, আবদুল্লাহ আল মামুন শাহিন, মাষ্টার মোজাম্মেল হক আজাদ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুনুর রশিদ, ফরিদুল আলম কন্ট্রাক্টর, শিলানন্দ বড়ুয়া টিটু, মাষ্টার বদিউর রহমান, জসিম উদ্দিন, এমএ মনজুর, নাছির উদ্দিন, স্বপন বড়ুয়া, রূপন বড়ুয়া, জিয়াউল হক আজাদ, ফরিদুল আলম, আবদুল করিম, ফয়সাল সিকদার টিটু, সুবাস বড়ুয়া, মোঃ শাহ জাহান, বেলাল উদ্দিন, গাজী ওমর ফারুক, মকবুল হোসেন মিথুন, রেজাউল করিম আজাদ, জুলহাস উদ্দিন টিপু, সাইলা শারমিন রণী ও রিদুয়ান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৯৫ ব্যাচের ছাত্র ও এনজিও কর্মী জিয়াউল হক আজাদ। পরে প্রাণবন্ত উন্মুক্ত আলোচনায় অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে আহবায়ক, কাজী হেলালকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট উখিয়া আহবায়ক কমিটি গঠিত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.