ইয়েমেনে বিমান হামলায় নিহত ৯

ওয়ান নিউজ ডেক্সঃ শুক্রবার দেশটির সাদা প্রদেশের আল সাফরা এলাকায় এক আবাসিক ভবন ও একটি গাড়িতে বোমা বর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আবাসিক ভবনটি থেকে সাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। একই এলাকায় বেসামরিক ব্যক্তিদের বহন করে নিয়ে যাওয়া একটি গাড়িতে সৌদি জঙ্গিবিমানের বোমা বর্ষণে অপর দুই ব্যক্তি নিহত এবং আরো সাত জন আহত হন।

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানে গত দু’বছরে প্রায় ১২ হাজার বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৪ হাজার ৫০০ জন আহত হয়েছে বলে ইয়েমেনের স্থানীয় টেলিভিশন আল মাশিরার খবরে উল্লেখ করা হয়েছে। সূত্র : আরবটাইমস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.