আশুরঘোনা জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তিঃ আশুরঘোনা জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভায় ৭ এপ্রিল শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে।
সভায় বক্তারা বলেছেন, ধর্মীয় নৈতিকতাবোধ সম্পন্ন মানুষের অভাবে সমাজে চুরি-ডাকাতিসহ অপরাধমূলক ও অসামাজিক কর্মকান্ড, আত্মসাত,অহংকার, আমিত্বসহ সকল প্রকার অপরাধ সংগঠিত হচ্ছে। তাই ধর্মের সঠিক চর্চার মাধ্যমে নিজের আত্মশুদ্ধি ও কল্যাণমূলক কাজে সকলকে এগিয়ে আসতে হবে। যারা আত্ম গৌরব ও অহংকার করে তারা দ্বীনের শত্রু। এদের বয়কট করুন। এছাড়া আরো বলেন ইসলামে জঙ্গি, সন্ত্রাস, নাশকতার স্থান নেই। বরং ইসলাম ধর্মে এসব অপরাধ নির্মূলে কঠোর অবস্থানের পাশাপাশি এমন অপরাধ থেকে দূরে রাখতে মানবজাতিকে উৎসাহিত করা হয়েছে। বর্তমানে যারা ইসলাম ধর্মকে উপেক্ষা করে মানুষের গড়া নীতি-আদর্শ নিয়ে দৌঁড়ঝাপ করছেন তারাই জঙ্গি, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন। আর ইসলামের দুশমনরা কোন অজুহাত পেলেই এসবের সাথে শান্তি ধর্ম ইসলামকে জড়ানোর চেষ্টা করছে।
দিন ব্যাপী বার্ষিক সভার ৪টি অধিবেশনে নসিহত পেশ করেন মাওলানা মোশাররফ হোসেন কাসেমী, মাগুরা, মাওলানা আবদুর রহিম তথ্য ও প্রযুক্তি সম্পাদক, জাতীয় মোফাচ্ছির পরিষদ,কক্সবাজার, মাওলানা আজিজুল হক ছিদ্দিকী বিশিষ্ট ওয়ায়েজ, মাওলানা গিয়াস উদ্দিন নূরী, সহ-সুপার,কুতুবদিয়া পাড়া মহিউসুন্নাহ দাখিল মাদরাসা, মাওলানা রহিমুল্লাহ আনোয়ারী, খতিব আশুরঘোনা জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা, মাওলানা সাইফুল আহাম্মদ পেশ ইমাম,আশুরঘোনা জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা।
মোঃ সেলিমের পরিচালনায় অনুষ্টিত বার্ষিক সভায় পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদ, কাউন্সিলর ৭নং ওয়ার্ড ও সভাপতি আশুরঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটি, মোহাম্মদ নবী, উপদেষ্টা, আশুরঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটি, আজিজুর রহমান কন্ট্রাকটর, সিনিয়র সহ-সভাপতি আশুরঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটি, হেকিম রমিজ উদ্দিন, উপদেষ্টা, আশুরঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আবু সিদ্দিক ওসমানী, বিশিষ্ট রাজনীতিবিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুল কালাম, সভাপতি জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতি
আশুরঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটি’র পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন। সভায় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন আশুরঘোনা জামে মসজিদের মোতওয়াল্লী জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি এডঃ আবিদুর রহমান, সহ সভাপতি মাও শাহ আলম, অর্থ সম্পাদক মোঃ আলম মুন্সি, সহ-সভাপতি রশিদ মুন্সি, বৃহত্তর বাঁচা মিয়ার ঘোনা সমাজ কমিটির সভাপতি ও আশুরঘোনা জামে মসজিদ পরিচালনা কমিটি সহ-সভাপতি ডাঃ আয়ুব, হাজী মাহমুদুল হক, মাহমুদুল হাছান, সলিমুল্লকালাম, মিজানুর রহমান মিজান, নবী হোসেন, জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতি সেলিম নেওয়াজ, কালু ড্রাইভার, নুর হোসেন ফকির, খাইরুল হক প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.