আজ শেষ হচ্ছে একাদশ শ্রেণির ভর্তি আবেদন প্রক্রিয়া

ওয়ান নিউজঃ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। ৫ জুন সাড়ে ১১ লাখ শিক্ষার্থীকে কলেজ নির্ধারণ করে দিতে পারবে বোর্ড কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থী মুঠোফোনে এসএমসের মাধ্যমে নির্ধারিত কলেজের নাম পেয়ে যাবে।

৪ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে পাশ করেছে ১৪ লাখ ৩১ হাজার শিক্ষার্থী। ৯ মে অনলাইনে শুরু হয় কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া। যা শেষ হচ্ছে শুক্রবার রাতে।

ভর্তির আবেদন প্রক্রিয়ার কাজ করছে আন্তঃশিক্ষা বোর্ডের আওতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বুয়েট কর্তৃপক্ষ বলছে শেষ সময় পর্যন্ত আবেদন সাড়ে ১৩ লাখে পৌঁছে যাবে।

৫ জুন ১১ লাখ শিক্ষার্থীর কলেজ বন্টন সম্ভব হবে। যারা বাকি থাকবে তারা ৯ তারিখে আবেদন করলে পরের ধাপে কলেজ নির্ধারণ করে দেয়া হবে। প্রথম ধাপে কলেজ পছন্দ না হলে তারাও মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে আবেদনের পর কলেজ বন্টন যাতে নির্ভুল হয় সেজন্য জোরালো পর্যবেক্ষণ ব্যবস্থা থাকবে।

কোনো শিক্ষার্থীই কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। সারাদেশে উচ্চমাধ্যমিক পর্যায়ে আসন রয়েছে ২৮ লাখ। যা পাশ করা শিক্ষার্থীর তুলনায় দ্বিগুণ বলছেন তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.