আকাশছোঁয়া নীলিমা
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ‘শুভর নির্দেশনায় এটিই আমার প্রথম কাজ। স্ক্রিপ্টটা খুব ভালো, তাই বেশ আগ্রহ নিয়েই কাজটি করেছি।’ কথাগুলো বলেছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। বি ইউ শুভর নির্দেশনায় ‘আকাশ ছোঁয়া নীলিমা’ শিরোনামের ভালোবাসা দিবসের একটি টেলিফিল্মে তাকে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন নাদিয়া নদী ও এস এন জনি। একসঙ্গে তাদের এটাই প্রথম অভিনয়। জনি এর আগে একই পরিচালকের নির্দেশনায় চিত্রনায়িকা পপির বিপরীতে ‘নবনীতা তোমার জন্য’ এবং মেহজাবিনের বিপরীতে ‘বাইকম্যান’ নাটকে অভিনয় করেন। এবার নাদিয়া নদী এবং শবনম ফারিয়ার নায়ক হয়েছেন তিনি। এস এন জনি বলেন, ‘শুভর নির্দেশনায় এর আগে আমি দুটো ভালো নাটক এবং টেলিফিল্মে কাজ করেছি। আর তা প্রচারের পর দারুণ সাড়া পেয়েছি। আশা করি আকাশ ছোঁয়া নীলিমার জন্যও বেশ সাড়া পাবো। কারণ এর গল্প এককথায় অসাধারণ।’ নাদিয়া নদী এই টেলিফিল্মে একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করছেন। ফলে এতে নতুন এক নাদিয়া নদীকে দেখতে পাবেন দর্শক। তিনি বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি কাজ করেছি। কিন্তু শুভর নির্দেশনায় আকাশ ছোঁয়া নীলিমা টেলিফিল্মটি নিয়ে আমি একটু বেশিই আশাবাদী। কারণ বেশ গোছানো একটি কাজ হয়েছে। শুভ অনেক যতœ নিয়ে এটি নির্মাণ করেছেন।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.