অতিরিক্ত সময়ের গোলে লিভারপুলের জয়

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ সাদিও মানের দেওয়া অতিরিক্ত সময়ের গোলে এভারটনের জয় পেয়েছে লিভারপুল। আর এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ক্লপের শিষ্যরা।

সোমবার প্রতিবেশী ক্লাব এভারটনের মাঠ গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ছিলো দুই দল। তবে ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় থাকে দুই দল।

দ্বিতীয়ার্ধও গোল শূন্য থাকার পর রেফারি ‍অতিরিক্ত আট মিনিট যোগ করেন। অবশেষে আর যোগ করা সময়ই ভাগ্য খুলে অল রেডসদের। অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে ডানিয়েল স্টারিজের নেয়া শট বারে লেগে ফিরে আসলে তা জালে জড়ান সাদিও মানে। ১-০ তে জয় পায় লিভারপুল।

১৭ ম্যাচে ১১ জয় পেয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে অল রেডসরা। সমানসংখ্যক ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.