হ্নীলাতে আপন বডভাইকে ভিটে ছাড়া করার অভিযোগ

ছোট ভাই বলছে আমি জমি পাবো

সংবাদদাতা
টেকনাফের হ্নীলা ইউনিয়নে পৈত্রিক জমিতে ঘর করতে বাধা প্রদানসহ ভিটা ছাড়া করতে উঠে পড়ে লেগেছে ব্যাংক কর্মকর্তা রফিকুল মোস্তফার আপন ছোট ভাই  আজিজুল মোস্তফা ও সঙ্গবদ্ধ একটি চক্র এমন অভিযোগ তুলেছে । রফিকুল মোস্তফা ৩ বোনের অংশ আমোক্তার নামামুলে(এটর্নি পাওয়ার) ভোগ দখলে থাকার পরেও রফিকুল মোস্তফাকে ভিটে ছাড়া করতে চায় তার আপন ছোট ভাই।

অপরদিকে আজিজুল মোস্তফা তার আরেক ভাই ও এক বোনের অংশসহ প্রধান সড়কের পাশে ভোগ দখলে রয়েছে বলে জানা য়ায়।,

 

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের সিকদারপাড়া (মগপাড়া) এলাকার মৃত নুরুল মোস্তফার ছেলে  রফিকুল মোস্তফা ও আজিজুল মোস্তফা  জায়গায় স্ব স্ব অবস্থানে দীর্ঘদিন অবস্থানে থাকার পরেও এতোদিন  পর দেখা দিয়েছে জমি নিয়ে বিরোধ। মৃত নুরুল মোস্তফা  মেঝ ছেলে রফিকুল মোস্তফার বাড়িঘর দখল নিতে মরিয়া হয়ে উঠেছে আপন ছোট ভাই আজিজুল মোস্তফা ও একটি সঙ্গবদ্ধ দল।

 

রফিকুল মোস্তফা অভিযোগ করে জানান, আমি আমার ছোট ভাইকে মানুষ করেছি। তার প্রাপ্য আমি তাকে বুঝিয়ে দিয়েছি। বাকি তিন বোনের অংশ আমার কাছে আছে যা আমি দেখাশুনা করছি । তা রেখে যাওয়াতে ছোটভাই আজিজুল মোস্তফা ও সঙ্গবদ্ধ দল নিয়ে সম্পদের একটি অংশ দখল করতে চায়। আমার বোনরা আমার কাছে তাদের প্রাপ্য জমি রেখে নিরাপদ মনে করে বিধায় রেখেছে। তা ছোটভাই আজিজুল মোস্তফার সহ্য না হওয়ায় আমাকে বাড়ি ছাড়া করতে গত ১৭ অক্টোবর সন্ত্রাসী কায়দায় লোকজন নিয়ে হামলা করে বাড়িঘর ভেঙ্গে দেয়। পুনরায় এই মাসের ৫ তারিখ হামলা করে আমার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয় এবং বাড়িতে থাকা আমার আপন বোন ও ভাগনীকে মারধর করে লাঞ্চিত করে।

এর পেছনে একটি সঙ্গবদ্ধ চক্র দল কাজ করছে যা আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হয় এবং সে আমাকে হামলা করে । পরে অন্যরা তার সুযোগ নিবে।
সম্প্রতি আমি বাড়িতে না থাকা অবস্থায় আমার ছোট ভাইয়ের মেয়েকে মারধর করেছি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে । যা আমি দেখে হতবাক হয়েছি। যেন আমার নজরে না আসে সেজন্য আমার ফেজইবুক আইড়ি বøক করে রাখে। যা আমার জন্য মানহানিকর। প্রকৃত অর্থে আমি সেদিন বাড়িতে ছিলাম না আমার আদরের ছোট ভাইজিকে ব্যবহার করে আমাকে ফাসাতে চায় আজিজুল।
তিনি আরো বলেন, আমার ছোট ভাই আমাকে ভিটে ছাড়া করতে বর্তমানে সন্ত্রাসী কায়দায় আমাকে অপহরণ , মাদক মামলাসহ চাকরিচ্যুত করবে বলে বিভিন্ন ধরনে হুমকী দিয়ে আসছে । আমি প্রশাসনের কাছে আবেদন করছি যেন এটি আমলে নিয়ে সমাধান করা হয় এবং তার উগ্রতায় যেন আমার ও আমার পরিবাওে কোন সদস্যের প্রানের কোন ক্ষতি না হয়।
এদিকে প্রতিবেদক আজিজুল মোস্তফার সাথে কথা হলে তিনি জানান, ভাইয়ের সাথে আমার পৈত্রিক জায়গা নিয়ে দন্ধ রয়েছে।আমার প্রাপ্য আমি পেতে চাই । দেওয়াল প্রাচীর ভাঙ্গার বিষয়টি সত্য নয় বলেও জানান আজিজুল। যেখানে তিনি অবস্থান করছেন সেখানে আমার নামে দলিল রয়েছে । আমার মূল কথা কথা হলো শরীয়ত মতে বল্টন করে দিতে পারে। তবে আর এমন ঘটনা হয়না। তিনি আরো আমার ঘরে এস আমার মেয়েকে হামলা করে আহত করেছে। যা আমার কাছে ডকুমেন্ট আছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.