প্রেস বিজ্ঞপ্তিঃ
আগামী প্রজন্মের জন্য নদী রক্ষায় নদীপাড়ের মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে সিইএইচআরডিএফ কক্সবাজার সদর ফোরাম।
গতকাল কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া পয়েন্টের বাঁকখালী নদীর পাড়ে এ কর্মসূচি উদ্বোধন করেন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।
এ কর্মসূচির মাধ্যমে কক্সবাজার শহরের পাশ দিয়ে বয়েচলা সংকটাপন্ন ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ নদী রক্ষায় সকলকে এগিয়ে আসা জন্য আহবান জানান সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী।
সচেতনতা বৃদ্ধিমূলক এ কর্নসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর পরিচালক(কো-অর্ডিনেশন এফেয়ার্স) আব্দুল মান্নান রানা, পরিচালক(প্রোগ্রাম) রুহুল আমিন, সহযোগী দপ্তর সম্পাদক রহমত উল্লাহ।
সিইএইচআরডিএফ কক্সবাজার সদর ফোরাম এর সমন্বয়ক মোশাররফ হোসাইন এর নেতৃত্বে এ সময় নদী তীরবর্তী বাংলাবাজার, খরুলিয়া এলাকার সর্বসাধারণ এর মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অন্যান্যের মাঝে কক্সবাজার সদর ফোরামের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.