সিইএইচআরডিএফ ফোরামের নদী রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ

আগামী প্রজন্মের জন্য নদী রক্ষায় নদীপাড়ের মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে সিইএইচআরডিএফ কক্সবাজার সদর ফোরাম।

গতকাল কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া পয়েন্টের বাঁকখালী নদীর পাড়ে এ কর্মসূচি উদ্বোধন করেন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।

এ কর্মসূচির মাধ্যমে কক্সবাজার শহরের পাশ দিয়ে বয়েচলা সংকটাপন্ন ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ নদী রক্ষায় সকলকে এগিয়ে আসা জন্য আহবান জানান সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী।

সচেতনতা বৃদ্ধিমূলক এ কর্নসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর পরিচালক(কো-অর্ডিনেশন এফেয়ার্স) আব্দুল মান্নান রানা, পরিচালক(প্রোগ্রাম) রুহুল আমিন, সহযোগী দপ্তর সম্পাদক রহমত উল্লাহ।

সিইএইচআরডিএফ কক্সবাজার সদর ফোরাম এর সমন্বয়ক মোশাররফ হোসাইন এর নেতৃত্বে এ সময় নদী তীরবর্তী বাংলাবাজার, খরুলিয়া এলাকার সর্বসাধারণ এর মাঝে লিফলেট বিতরণ করা হয়।

অন্যান্যের মাঝে কক্সবাজার সদর ফোরামের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.