রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে
ওয়ান নিউজঃ নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আলোচনা করতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে বৈঠক করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)র ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।
এ সময় প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির কাছে ১৭টি প্রস্তাব সুপারিশ করেছে।
বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এলডিপি`র চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ।
তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন তারা। রাষ্ট্রপতি তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সবার সঙ্গে আলাপ করে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।
প্রতিনিধি দলে যারা ছিলেন-ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, অ্যাডভোকেট আবু ইউছুপ, মো. খলিলুর রহমান, অধ্যাপক মো. আব্দুল্লাহ, আব্দুল গনি ও সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.