আবুল কাশেম সাগর,রামুঃ
মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার এ শ্লোগানে রামুতে পালিত হলো জাতীয় ভোটার দিবস। বুধবার ( ২ মার্চ) সকাল ১১টায় রামু উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ( ভূমি) রিগ্যান চাকমা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহফুজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূ্ট্টো, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম চৌধুরী রিনা।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি ইউনিয় পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অবাধ সুষ্টু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা পেয়েছে। এসময় বক্তারা রোহিঙ্গারা যাতে কোনভাবে ভোটার হতে না পারে তারজন্য উপজেলা নির্বাচন অফিস ও চেয়ারম্যানবৃন্দের সার্বিক সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুল ইসলাম, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রামু ফায়াস সার্ভিস ও ডিফেন্স কর্মকর্তা, এলজিডি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং ভোটারবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.