রামপালে বিদ্যুৎকেন্দ্র করতে দেওয়া হবে না: ফখরুল

ওয়ান নিউজ ডেক্সঃ রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ইউনেস্কো আপত্তি তুলে নিয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে দাবি করেছে সেটা মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করতে দেওয়া হবে না।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, রামপাল থেকে এই প্রকল্প সরিয়ে নিতে হবে। কিন্তু সরকার তার অবস্থানে অনড়। শুধু তাই নয়, এই সরকার মিথ্যাবাদী, জনগণের সঙ্গে প্রতারণা করে। ইউনেস্কো নাকি তাদের আপত্তি তুলে নিয়েছে! মিথ্যা কথা। গতকালই তাদের ওয়েবসাইটে দেখেছি। তারা কোথাও বলেনি যে তারা এই প্রকল্প থেকে আপত্তি তুলে নিয়েছে। তাহলে কেন এই প্রতারণা জনগণের সঙ্গে?’

মির্জা ফখরুল শনিবার দুপুরে ঠাকুরগাঁও ঈদগাঁহ ময়দানে সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এ কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলার তীব্র সমালোচনা করে নির্যাতিত নেতাকর্মীদের কথা মনে করে মির্জা ফখরুল আবেগে আপ্লুত হয়ে পড়েন।

তিনি নিরীহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে আ’লীগ ও প্রশাসনের কাছে অনুরোধ করে বলেন, বিএনপির সামনে আসতে হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.