মহিলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন শুক্রবার

ওয়ান নিউজঃ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। শুক্রবার ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সকাল ১০টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের।

মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুন্নেছা মান্নান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.