বিএনপির কেন্দ্রীয় নেতাদের মাঠে নামতে বললেন কাদের

ওয়ান নিউজঃ আন্দোলনের হুমকি না দিয়ে আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর মিরপুরের বিআরটিএ কার্যালয় পরিদর্শনে গিয়ে বুধবার দুপুরে এ আহ্বান জানান তিনি।

বিএনপির রাজপথ উত্তপ্ত করার হুমকির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘তারা রাজপথ উত্তপ্ত করলে তো ভাল। আমি খুশি হব। অন্তত জনগণ বুঝবে যে, দেশে একটি অপজিশন পার্টি আছে।’

তিনি বরেন, ‘তারা রাজপথ উত্তপ্তের কথা বলছে, কিন্তু গত ৮ বছরে ৮ মিনিটের জন্যও তা পারেনি।’

কাদের বলেন, ‘বিএনপি এখন সন্দেহবাতিক দরে পরিণত হয়েছে। সংশয়ব্যাধিতে ভুগছে তারা। এসব না রর তারা প্রতিবাদ করুক।’

বিএনপির সংলাপ আহ্বানের বিষয়ে তিনি বলেন, ‘তারা রাষ্ট্রপতির সাথে দেখা করে খুশি হয়েছে। কিন্তু এর মধ্যে কী এমন হয়ে গেল যে তারা অখুশি? রাষ্ট্রপতি সংলাপের পর সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু এটি না হওয়ার আগেই তারা সংকট দেখছেন। আসলে তারা সন্দেহবাতিকতায় ভুগছে।’

বিএনপির আন্দোলনের বিষয়ে সরকারের এ সেতুমন্ত্রী বলেন, ‘হুমকি দেওয়ার আগে আপনাদের কমিটির ৫৯৬ জন নেতা মাঠে নেমে আন্দোলনের সক্ষমতা দেখান। ঘরে বসে আন্দোলনের কথা বলবেন না। আমরা আন্দোলন করিনি? রাজপথে নামিনি? আপনারা রাজপথে নেমে আন্দোলন করেন।’

সংলাপের বিষয়ে কাদের বলেন, ‘প্রয়োজন হলে সংলাপ হবে। কিন্তু এখান রাষ্ট্রপতি সংলাপ করছেন। এর মাঝে কোনো সংলাপ হতে পারে না।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.