মোঃ নেজাম উদ্দিন,কক্সবাজারঃ
কক্সজারের পরিবেশ, প্রকৃতি ও সমুদ্র সৈকতের সুরক্ষাসহ বিরাজমান সমস্যা নিয়ে কক্সবাজারের নাগরিক ফোরাম এক মতবিনিময় সভার আয়োজন করে। এতে আলোচকবৃন্দ বলেছেন, কক্সবাজারের পরিবেশ, প্রকৃতি নানা ভাবে আক্রান্ত, বিভিন্ন ভাবে ধ্বংস হচ্ছে প্রতিদিন। ভাঙ্গনের কবলে জর্জরিত হয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত তার সৌন্দর্য জৌলুশ হারাচ্ছে।
বক্তাগণ আরো বলেন, অপরিকল্পিত উন্নয়নে যত্রতত্র স্থাপনা নির্মাণ করে সৈকতের সৌন্দর্য নষ্ট করছে। শুধু তাই নয়- নির্বিচারে যেখানে সেখানে পাহাড় কাটা হচ্ছে। আর এই অপকর্মে নিয়োজিত আছে আড়াই হাজার ডাম্পার।
তাছাড়া শহর জুড়ে অবৈধ অটো রিক্সার দৌরাত্ম্যে জনজীবন তথা পর্যটন শিল্প স্থবির হয়ে পড়েছে।
রাষ্ট্রের পরিবর্তিত পরিস্থিতিতে সব বিষয়ের সংস্কার-সমাধান এখন সময়ের দাবী।
বুধবার ( ৯ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের অভিজাত হোটেল, শৈবালের হোটেল সাগরিকা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন।
সভায় আলোচক ছিলেন, বাংলাদেশ পরিবেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফরহাদ হোসেন, এডভোকেট আতিয়ার রহমান, এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী।
বাংলাদেশ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, রাজনীতিবিদ জাহাঙ্গীর কাশেম, এডভোকেট এনামুল হক সিকদার, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ন ম আনোয়ারুল হক, বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম, তোফায়েল আহমেদ, সাইফুল ইসলাম চৌধুরী, মঈনুল হাসান পলাশ, অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাপা কক্সবাজার সহসভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন, রুহুল আমিন সিকদার প্রমূখ।
বক্তাগণ বলেন,পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক ভাবে ব্রান্ডিং করার সময় এখনই। কেননা বিশ্ব দরবারে একজন সমাদৃত ও সম্মানিত ব্যক্তি আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুচ বাংলাদেশ পূণঃ গঠনের দায়িত্ব নিয়েছেন।
কক্সবাজারের পরিবেশ, প্রকৃতি ও সমুদ্র সৈকত রক্ষায় ড.মুহাম্মদ ইউনুচ বিশাল ভূমিকা পালন করতে পারেন। সভা সঞ্চালনা করেন নাগরিক ফোরাম নেতা আবদুল মতিন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.