‘নির্বাচনী সংলাপ পরে, আগে জঙ্গি, জামায়াত, রাজাকার ছাড়ুন’

ওয়ান নিউজঃ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি নেত্রীর উদ্দেশ্যে বলেছেন, ‘নির্বাচনী সংলাপ পরে, আগে জঙ্গি, জামায়াত, রাজাকার ছাড়ুন। নির্বাচন কখনই জঙ্গি, জঙ্গিসঙ্গী, যুদ্ধাপরাধী ও তাদের দালালদের গণতন্ত্রে হালাল করার সুযোগ হতে পারেনা।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ’৬৯ সালের গণঅনে শহীদ আসাদের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী দল (মা.লে.) আয়োজিত এক স্মরণসভ্যূত্থাভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জনগণের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে হলি আর্টিজান এবং শোলাকিয়ার মতো ঘটনা, ব্লগার হত্যা, বিদেশী হত্যা আর যদি না দেখতে চান, তাহলে আগামী নির্বাচনের আগেই জঙ্গি ও তাদের সঙ্গীদের নির্মূল করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে দু’টি ক্লাব আছে। গণতন্ত্র ও প্রগতির ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর জঙ্গি, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক সন্ত্রাসী ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট কলাম লেখক ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ। দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান, কমরেড মাহমুদুর রহমান বাবু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.