নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া-কচ্ছপিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
নিজস্ব সংবাদদাতা নাইক্ষ্যংছড়িঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে গতকাল (১১ নভেম্বার) শনিবার সকাল সাড়ে ১০টায় নাই্যংছড়ি সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিশাল ব্যালী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক যুব সমাবেশে মিলিত হয়। সমাবেশ ও আলোচনা সভা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিজানুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী খাইরু,র সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী। বলেন- অশুভ শক্তিকে প্রতিহত করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্যে পালিত হচ্ছে সারাদেশে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। গণতন্ত্রের মানসকন্যা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির ধ্রুবতারা, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, মাদার অব হিউম্যানিটি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে পরিচালিত গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগ অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। অন্যান্য যুবলীগ নেতারা বক্তব্যে বলেন- স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের ১০ নভেম্বর যুবলীগ নেতা নূর হোসেনের বীরত্বপূর্ণ আত্মদান ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। একইদিন স্বৈরাচারের বুলেটবিদ্ধ হয়ে প্রাণ দিয়েছেন যুবলীগ নেতা নুরুল হুদা বাবুল।
এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ দপ্তর সম্পাদক ও উপজেলা যুবলীগের প্রতিষ্টাতা সাবেক সভাপতি আলহাজ্ব ছৈয়দ আলম পারভেজ,ওলামালীগ সভাপতি মওলানা নজির হোছাইন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোজ্জাফর, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ, সাবেক অর্থ সম্পাদক মওলানা মোঃ শাহাজাহান, যুবনেতা খোকন সুত্র ধর, মোহাম্মদ উল্লাহ, সবুজ শর্মা, নুরুল হুদা রাসেল,মুন্না বড়–য়া,ক্যনোওয়ান চাক্, আবু শাহমা,রফিক উল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আবছার ইমন প্রমূখ।
বাইশারী ইউনিয় যুবলীগঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন যুবলীগ উদ্যোগে গত ১১ নভেম্বার সকাল সাড়ে ১২টায় বাইশারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সমাবেশে ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী,উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মোঃ ইমনান মেম্বার,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর,সাবেক সভাপতি নুরুচ্ছফা,আওয়ামীলীগ নেতা মওলানা আব্দুল মন্নান,যুবলীগ নেতা ফাহিম ইকবাল,নাজমুল হহাছান,ইব্রাহীম আজাদ,আনছার উল্লাহ,ক্যনোওয়ান চাক্, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ,হোসেন আহম্মেদ,ছৈয়দ আলম কালু প্রমূখ।
কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ গরীব শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরন,আলোচনাসভা,বিশাল আকারের কেক কেটে আনুষ্টানিক উদ্বোধন করা হয়।
কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দীন সোহেল সিকদার বিশাল আকৃতির কেক কেটে ৪৫ তম যুবলীগের প্রতিষ্টা বার্ষিকী উদ্বোধন করেন।এ সময় ইউনিয়ন যুব লীগ,ওয়ার্ড় যুবলীগ সহ শত শত যুবলীগের নেতাকর্মী “শুভ শুভ শুভ দিন,আওয়ামী যুবলীগের ৪৫ তম জম্মদিন” শ্লোগানে শ্লোগানে অনুষ্টানস্হল মুখরিত হয়ে উঠে।পরবর্তী আলোচনা সভা ও গরীব শিশুদের যুবলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে শীত বস্ত্র বিতরন করা হয়। এসময় কচ্ছপিয়া যুবলীগের সহসভাপতি লোকমান হাকিম সিকদার,আইয়ুব আনসারী,ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক আবু তালেব সিকদার,যুগ্ন আহবায়ক নুরুল হুদা,কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল সিকদার,সাধারন সম্পাদক লবা কর্মকার,সহ যুবলীগ,ছাত্রলীগের শত শত নেতা কর্মী উপস্হিত ছিলেন।সবাই সম্মিলিত ভাবে কচ্ছপিয়া ইউনিয়নে বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরে আগামী নির্বাচনে কক্সবাজার ৩ আসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি মহোদয় কে পুনরায় নির্বাচিত করার দৃঢ অঙ্গীকার ব্যক্ত করেন।
গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদ ও সম্ভাব্য সাধারন সাধারন সম্পাদক প্রার্থী সরওয়ার কামালের নেতৃত্বে পোয়াংগেরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ৪৫ বছর ফুর্তি দিবস উপলক্ষ্যে কেক কেটে আনুষ্টানিক উদ্বোধন করা হয়।এসময় রামু উপজেলা নৌকা সমর্থক গোষ্টীর সাধারন সম্পাদক হাবিব উল্লাহ চৌধুরী,রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হুমায়ুন কবির,গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ইয়াহিয়া চৌধুরী,গর্জনিয়া ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা এহসান উল্লাহ,আব্দুল জব্বার,গর্জনিয়া স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাষ্টার লুৎফর রহমান,গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী,গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জিয়াউর রহমান,গর্জনিয়া ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আনিসুর রহমান,নাইক্ষ্যংছড়ি সরকারী কলেজ ছাত্রলীগের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইল স্বাধীন,গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ফয়সাল সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের ইউনিটের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.