দেশের চলমান সংকট সমাধানে সংলাপ প্রয়োজন: ফখরুল
ওয়ান নিউজ ডেক্সঃ সরকার নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব সংকট তৈরি করেছে তা সমাধান করতে হলে সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং চলমান সংকট নিরসন করতে আলোচনায় আসুন।
শুক্রবার সকালে এনডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার জাহিদ এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সহায়ক সরকারের কোন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই রায়ের পর সরকার বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সরকার নিজেকে টিকিয়ে রাখার জন্য ইচ্ছা করেই দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে।
ফখরুল বলেন, ষোড়শ সংশোধনীর বাতিলের রায় নিয়ে সরকার যা করছে তাতে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। সরকার এই রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পপনা করছে।
তিনি বলেন, সরকার বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জাতির শেষ আশ্রয়স্থলকে তারা করায়ত্ব করতে উঠে পড়ে লেগেছে। ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন, ওবায়দুল কাদের প্রধান বিচারপতির সঙ্গে নৈশভোজ করছেন। এতে জাতি উদ্বিগ্ন হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.