‘জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে’

ওয়ান নিউজ ডেক্সঃ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এবং ১৪-দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ‘২০১৯ সালে নির্ধারিত সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই সেই নির্বাচন হবে। নির্বাচনে জনগণ যে দলকে ভোট দেবে তারাই পরবর্তীতে সরকার গঠন করবে।’
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। গঠিত সেই কমিশনের প্রতি ১৪ দলের আস্থা থাকবে।’
শনিবার বিকেলে বগুড়ার শেরপুর টাউন-ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে ১৪ দলের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন। তাদের জন্য কাজ করেন। অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আওয়ামী লীগসহ ১৪-দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।’
শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, জাতীয় পার্টির এজাজ আহমেদ মুক্তা, কমরেড অসীম বড়ন রায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, হাবিবর রহমান এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ। ১৪-দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মোহাম্মদ নাসিমসহ ১৪-দলের উপস্থিত নেতারা চার শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.