জাতির পিতার দেখানো পথে ছাত্রলীগকে চলার নির্দেশ
ওয়ান নিউজঃ জাতির পিতার দেখানো পথে ছাত্রলীগকে চলার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, একুশ বছর পর পুনরায় ক্ষমতায় এসে আওয়ামী লীগ সেই ইতিহাস-ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করেছে। আমরা সেই অন্ধকারের দিন পার হয়ে এসেছি।
ছাত্রলীগের সাবেক কর্মী শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে সবার আগে শিক্ষা নিতে হবে। অশিক্ষিতরা রাষ্ট্র পরিচালনা করলে কী অবস্থা হয় সেটা আমরা পঁচাত্তর-পরবর্তী সময়ে দেখেছি।
তিনি বলেন, রাজনীতির আগে শিক্ষা নিতে হবে। আমি ও রেহানা সবসময় ছেলে-মেয়েদের বলি, কিছু দিয়ে যেতে পারবো না। শুধু শিক্ষা গ্রহণ করো। কারণ শিক্ষা গ্রহণ করলে কেউ ছিনতাই করে নিয়ে যেতে পারবে না।
তিনি আরো বলেন, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী সব নেতাকর্মীর পড়া উচিত। ছাত্রদের মূল কাজ শিক্ষা। ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে বলবো রাজনীতি করবে, তবে শিক্ষা নিয়ে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.