গ্যাসের মূল্য বৃদ্ধি: বিএনপির লিফলেট বিতরণ
ওয়ান নিউজঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জনগণের মাঝে সচেতনা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন। রবিবার রাজধানীর নয়াপল্টন থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত তিনি এসব লিফলেট বিতরণ করেন।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল করিব খোকন, মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, দফতর সম্পাদক মনিরুজ্জামান মনির, দফতর সম্পাদক বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য প্রফেসর আমিনুল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, শ্রমিক দল, মৎসজীবী দলসহ অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.