খালেদার মামলায় ন্যায়বিচার নিয়ে শঙ্কিত বিএনপি

ওয়ান নিউজ ডেক্সঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শঙ্কা প্রকাশ করেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দুর্নীতি দমন কমিশন ও সরকারের ভূমিকা মিলে একাকার হয়ে গেছে। ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বিচারাধীন বিভিন্ন মামলায় ন্যায়বিচার পাওয়া নিয়ে আমার শঙ্কিত।’

গত বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবীর দিকে ইঙ্গিত করে মামলা পরিচালনায় বাধা পাওয়ার অভিযোগ তুলেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা জানি দুদক একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। কিন্তু সম্প্রতি দুদকের চেয়ারম্যানের বক্তব্যে আমরা ক্ষুব্ধ এবং হতাশ। মনে হয়েছে এটা সরকারের বক্তব্য। দুদক সরকারের এজেন্ডা বাস্তবায়নে এ ধরনের বক্তব্য দিচ্ছে। যা খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বিচারাধীন মামলার প্রভাবান্বিত করার শামিল বলে মনে করি।’

দুদকের প্রায় সকল আইনজীবী আওয়ামী লীগের সমর্থক এমনটা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। সেই জন্য তারা প্রভাব খাটিয়ে তিন-চার দিন পরপর মামলায় হাজিরার দিন ঠিক করছেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘সংবিধানে আছে আইন সকালের জন্য সমান। অথচ একই ধরনের মামলায় অন্যরা যে সুযোগ-সুবিধা পাচ্ছে খালেদা জিয়া তা থেকে বঞ্চিত হচ্ছেন।’

তিনি বলেন, ‘সম্প্রতি খালেদা জিয়া চিচিৎসার জন্য দেশের বাইরে গেছেন। আদালতে তার জামিন বাতিল করতে ৩০ মিনিটির মধ্যে কারণ জানতে চাওয়া হয়। কিন্তু সাধারণত জামিন নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে বাইরে গেলে জামিন সহজে বাতিল হয় না। আদালতকে প্রভাবিত করে দুদক যেভাবে কাজ করছে এটা সঠিক নয়।’

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ‘দুদকের চেয়ারম্যান রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের মদদপুষ্ঠ হয়ে আদালতের উপর চাপ প্রয়োগ করছেন।’

দলের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘দুদকের আইনজীবীরা পক্ষপাতমূলক আচরণ করছেন। তারা অধিকাংশই আওয়ামী লীগের সমর্থক। ফলে একই আওয়ামী লীগ নেতাদের নামে যে সকল মামলা আছে তা দিন দিন উধাও হচ্ছে। খালেদা জিয়া এবং বিএনপি নেতাদের নামে দায়ের করা মামলাগুলোতে প্রভাবিত করছে দুদক।’

সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমদ আজম খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট খুরশেদ মিয়া আলম প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.