কক্সবাজারে বজ্রপাতে একদিনে দু’জনের মৃত্যু

কাইমুল ইসলাম ছোটনঃ
কক্সবাজারের দু’টি উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিকসহ দু’জনের মৃত্যু হয়েছে।

প্রয়াতরা হলেন, কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ার মুহাম্মদ আব্দুর রহমান (৬৫) এবং মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের পস্কো কোম্পানিতে কর্মরত জেলানী (২৭) নামে একজন শ্রমিক।

জানা যায়, ২৩ মে (রবিবার) সন্ধ্যায় ৭ টায় আব্দুর রহমান (৬৫) লবণের মাঠে পলিথিন তুলতে গেলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

অন্যদিকে মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কাজ করার সময় জেলানী (২৭) বজ্রপাতে আহত হয়। পরে সহযোগীরা তাকে কয়লা বিদ্যুৎ প্রকল্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জেলানী (২৭) ব্রাক্ষণবাড়িয়ার বাগউড়া ইউনিয়নের বাসিন্দা। সে বাগউড়া ইউনিয়নের সেমন্তগাড় গ্রামের মোঃ হেফজ মিয়ার পুত্র। নিহত জেলানী মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের পস্কো কোম্পানিতে কর্মরত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.