এখন থেকে জনসেবা ও জনসমাবেশ করার সুযোগ দিতে হবে

ওয়ান নিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে বলেছেন, ‘নির্বাচনের আগের এক মাস লেভেল প্লেইং ফিন্ড দিলে হবে না। এখন থেকে জনসেবা ও জনসমাবেশ করার সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব হবে সকল রাজনৈতিক দলেকে সমান সুযোগ দেওয়া।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘আমাদের এখনো জনসমাবেশ, মানববন্ধন, মিটিং, মিছিল, বিজয় দিবসের মিছিল করার জন্য অনুমিত নিতে হয়।’

তিনি বলেন, ‘এখন থেকে রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে নির্বাচন কমিশনককে। নির্বাচনের আগে করলে হবে না। তা না হলে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’

মওদুদ আহমদ নির্বাচনের কমিশনের উদ্দেশে বলেন,  ‘প্রধানমন্ত্রী এর মধ্যে বগুড়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি বগুড়ায় জনসমাবেশ করেছেন। এসব কি নির্বাচনী বিধি কিনা, তা জনগণ জানতে চায়।’

বর্তমান সরকারের অধীনের নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে  বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,  ‘এককভাবে একের পর এক নির্বাচন ষড়যন্ত্র জনগণ বুঝতে পারে। কমিশন যদি আমাদের জনসেবা করার সুযোগ দেয়। তাহলেই সুষ্ঠু নির্বাচন করা এই কমিশনের পক্ষে সম্ভব।’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার তিন মামলা প্রসঙ্গে মওদুদ বলেন, ‘খালেদা জিয়ার মামলা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। কেউ নিজের স্বামীর নামের ট্রাস্ট্রে অর্থ লুটে খায় না, এটা জনগণ বোঝে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নাইকো মামলার আসামি ছিলেন শেখ হাসিনা। কিন্তু নিজের নামে মামলা খালাস করে নিয়েছেন। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার নামে মামলা ঝুলিয়ে রেখেছে সরকার। এখান থেকেই বোঝা যায় দেশে বিচারের স্বাধীনতা নেই।’

সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্মমহাসচিব মজিবুর রহমান সরোয়ার, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.