উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরীর বিজয়ের বিকল্প নেই
চকরিয়ায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এড. সিরাজুল মোস্তফা
সংবাদ বিজ্ঞপ্তি ::
উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহা-সড়কে অবস্থান করছে। সেই উন্নয়নকে এগিয়ে নিতে ১৭ অক্টোবরের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকেই ভোট দিতে হবে।
এসময় উন্নয়ন এবং দলের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বানও জানান কেন্দ্রীয় এই নেতা। গত সোমবার বিকেলে চকরিয়ার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা আওয়ামী লীগ নেতা আমিনুল রশিদ দুলাল, এটিএম জিয়া উদ্দীন জিয়া, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্টো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি, ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, হেলাল উদ্দীন হেলালী, মেহেরাজ উদ্দীন মিরাজ, জামাল হোসাইন, নবী হোসাইন, হাসানুল ইসলাম আদর, শাহাব উদ্দীন, জাহাঙ্গীর আলম, মাঈন উদ্দীন চৌধুরী, ফারহানা আফরিন মুন্না, ছালেকুজ্জামান চৌধুরী, মহিউদ্দীন বুলেটসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় চকরিয়ার সকল ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারগণসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.