উখিয়া সংবাদদাতা
বনবিভাগের জমিতে ধান চাষ । আবার সেই জমিতে হাতি যেন আসতে না পারে হাতির জন্য মরণ ফাঁদ বসিয়েছে সাবেক ইউপি সদস্য শাহজাহান।কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে ধান চাষে বিদ্যুৎতে তার দিয়ে হাতিমারার ফাঁদ বসানো হয়েছিল বনবিভাগের জায়গায় ।সেই জায়গায় উখিয়া বনবিভাগ অভিযান চালিয়ে হাতিমারার ফাঁদ নষ্ট করে দিয়ে আনুমানিক পাঁচ একর জায়গা জবর দখল থেকে উদ্ধার হয়েছে তারা ৷ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়৷ রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত ভূমিদস্যু রাজাপালং ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহ জাহানের নেতৃত্ব একটি সিন্ডিকেট হরিণমারা এলাকায় আশেপাশে বনবিভাগের জায়গা জবরদখল করে বিক্রি, অবৈধ বালু উত্তলন, পাহাড়কাটা সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে দৌছড়ি বিটের জৌগিরশার কাটা এলাকায় অভিযান চালিয়ে ধান চাষের চারপাশে বিদ্যুৎ তার দিয়ে হাতিমারার ফাঁদ বসানো বিদ্যুৎ তার, পরিত্যক্ত একটি ঘর, বিদ্যুৎ বিছিন্ন, বনবিভাগের জায়গায় জবরদখল করে ঘেরাও দেওয়া উচ্ছেদ করা হয়৷এই ভুমিদস্যূ শাহজাহান মেম্বার বনবিভাগের জমি দখল করে সেখানে ধোন চাষ করে । সেই ধান চাষ হাতি থেকে রক্ষা করতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে হাতি মারার জন্য বৈদ্যুতিক তার স্থাপন করে যাতে হাতি আসলে বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যায়।তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, দৌছড়ি বিট কর্মকর্তা দুলাল চন্দ্র, সদর বিট কর্মকর্তা বজলুল রশিদ, থাইংখালি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু সহ অনেকেই৷
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৩
আগের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.