মোঃ রেজাউল করিমঃ
ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাস ব্যাপী শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজ বিকেলে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ঈদগাহ ফুটবল একাডেমি সেভেন স্টার ফুটবল একাদশ সাতকানিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের স্থানীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে, অসামাজিকতার বিরুদ্ধে এগিয়ে যাবে ক্রীড়াঙ্গন। স্থানীয় বৃহত্তর মেহের ঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের ১৬ টি দল অংশ নিচ্ছে। উদ্বোধন ঘোষণার আগে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়ানো হয়। আগামী রোববার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বয়েজ ক্লাব কক্সবাজার এর সাথে শেখ রাসেল ক্রীড়া সংসদ চকরিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি হারুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ খান, সহ-সভাপতি আবদুস শুক্কুর ও দিল মোহাম্মদ, ম্যাচ কো- অর্ডিনেটর আহমদ কবির, প্রধান সমন্বয়ক আব্দুস সালাম, সমন্বয়ক হামিদুল হক কাউসার, আবু বক্কর সিদ্দিক ও জিয়া মোঃ রেফাজ। আরো ছিলেন কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, মিজানুল হক, জামিল উদ্দিন শাম, মেম্বার জিয়াউল হক জিয়া, ব্যবসায়ী জসিম উদ্দিন, খাইরুল বশর আবিদ প্রমুখ। খেলা পরিচালনা করেন আবুল কাশেম কুতুবী। তাকে সহায়তা করেন জয়নাল আবেদীন, সুমন দে ও আহমদ কবির। ম্যাচ কমিশনার ছিলেন আব্দুল মজিদ খান। বিজয়ী দলের টিম ম্যানেজার ছিলেন হুমায়ুন করিম শিকদার। বিজিত দলের টিম ম্যানেজার ছিলেন আবুল হোসেন আবুলু। মৌসুমের প্রথম এ টুর্নামেন্টে মোট ১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক কমিটির সভাপতি হারুন অর রশিদ। সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ খান জানান, প্রতিটি ম্যাচ ৯০ মিনিটের হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.