আল্লামা শফীর সুস্থ হতে সময় লাগবে
ওয়ান নিউজঃ হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তারা। তবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, ‘আমি নিজের হুজুরের সাথে দেখা করে এসেছি। তিনি ইশারায় কথা বলছেন। সবাইকে চিনতে পারছেন। তবে এখনও মুখে কোনো খাবার দেয়া হচ্ছে না।’
রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে আট সদস্যের মেডিকেল টিম গঠন করে হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.