নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে অন্যের স্ত্রীর সাথে পরকিয়া প্রেম করায় ৭ বছর কারাদন্ড দিয়েছেন জয়া মল্লিক নামের এক যুবককে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট ৪ নং আদালত(রামু)র বিচারক আক্তার জাবেদ এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ রামু উপজেলার তেচ্ছিপুল মল্লিক পাড়ার বাসিন্দা বিশ্বজিতের স্ত্রীর সাথে একই এলাকার দুলাল মল্লিকের পুত্র জয়া মল্লিক পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে দীর্ঘ চেষ্টা করেও প্রেমিক জয়া মল্লিককে নিভৃত করতে না পেরে এঘটনায় ক্ষুব্দ বিশ্বজিত মল্লিক গত বছর ২৪ জানুয়ারি আদালতে সিআর ৪১/২৩ নং মামলা দায়ের করে।
উক্ত মামলায় দোষ প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক পৃথক ২ টি ধারায় ৭ বছর কারাদন্ড দেন জয়া মল্লিককে। আসামি জেল হাজতে রয়েছে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট প্রতিভা দাশ।
২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৭
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.
Ace of Base — шведская поп-группа, образованная в 1990 году. Их музыкальный стиль сочетает в себе элементы поп-музыки, дэнса и электроники. Группа стала популярной благодаря хитам “All That She Wants”, “The Sign”, “Don’t Turn Around” и “Beautiful Life”. Эти композиции не только покорили чарты во многих странах мира, но и остаются классикой жанра до сих пор. Ace of Base оставили неизгладимый след в истории поп-музыки, их мелодии до сих пор радуют слушателей по всему миру. Скачать музыку 2024 года и слушать онлайн бесплатно mp3.