মহেশখালীতে জুইন্যা ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ মহেশখালীতে পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ৯টি বন্দুক ও ৩০ রাউন্ড তাজা গুলিসহ ডাকাত দলের প্রধান জয়নাল আবেদীন জুনু ওরফে জুইন্যা ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সোমবার রাত আটটার দিকে উপকূলের শীর্ষ জলদস্যু জুনু মাতারবাড়ির চালিয়াতলীতে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সেখানে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে জুনু ডাকাতসহ তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় আধা ঘণ্টাব্যাপী পুলিশ-ডাকাত গোলাগুলি চলে। পরে ডাকাতদল কোনো উপায় না দেখে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চিহ্নিত ডাকাত জুনুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এসময় আহত হন পুলিশের চার সদস্য।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.