গনতন্ত্রের বিজয় উৎসব পালন করবে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও

গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৪র্থ বারের মতো রাষ্ট্র প্রধান হওয়ায় বিজয় উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছে নব গঠিত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ। ১লা জানুয়ারি শনিবার ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর মাঠে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির আহবায়ক মোঃ আবু তালেবের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মোঃ মহিদ উল্লাহর উপস্থাপনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হিমু,যুগ্ম আহবায়ক ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান, পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাহের আহমদ,জালালাবাদ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এম ইউপি, ইসলামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, সহ সভাপতি মিজানুল হক, শ্রমিক লীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকলীগ নেতা আবছার কামাল, ছাত্রলীগ নেতা আবু হেনা নিশাদ প্রমুখ। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জানু,মোহাম্মদ শরীফ কোম্পানি, মনজুর দাদা, ওসমান সরওয়ার ডিপু, আবদু রাজ্জাক মেম্বার, ছব্বির আহমদ এমএ,
সেলিম নেওয়াজ, নুরুল আলম, নুরুল কবির গম, নুরুল হাকিম নুকি,মাস্টার মোক্তার আহমেদ, সাইফুল ইসলাম মেম্বার, চন্ডি আচর্য্য,সাবেক ছাত্র নেতা নওশাদ মাহমুদ,
যুবলীগ নেতা শাহিদ মোস্তফা শাহিদ, আবু বক্কর ছিদ্দিক বান্ডি, আরমান উদ্দিন মেম্বার, রাশেদ উদ্দিন রাশেদ, শাহেদ কামাল, শামশুল আলম, ইসলামাবাদ কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম, ছাত্র নেতা আনোয়ারুল আজম খোকন, বোরহান মাহমুদ, কাজী আবদুল্লাহ, সোহেল মাহমুদ রোহান, আবদুর রহমান, সাদ্দাম হোসেন। এসময় বক্তারা আগামী ৩ জানুয়ারি জেলা আওয়ামিলীগের নির্দেশক্রমে জেলা ব্যাপী বিজয় উৎসব পালনের অংশ বিশেষে কর্মসূচিটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিএনপির ডাকা সমাবেশের নামে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বাঁধাগ্রস্থ ও বিশ্বের কাছে স্বাধীন দেশকে বিতর্কিত করতে জামাত-বিএনপি উদ্দেশ্য প্রনোদিত হয়ে নাশকতা করার পায়তারা চালাচ্ছে।বিএনপির নেতাকর্মীরা নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষে ইতিমধ্যে বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে আসছে৷ তারা শান্ত কক্সবাজারকে অশান্ত করতে বিভিন্ন স্থান থেকে অবৈধ অস্ত্রসস্ত্র সংগ্রহ করে আসছে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.