কক্সবাজার জেলা বাবুর্চি শ্রমজীবী সমবায় সমিতির মাহফিল ২৩ মার্চ

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা বাবুর্চি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের তাফসীর মাহফিল আগামী ২৩ মার্চ, মঙ্গলবার কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাদে মাগরিব অনুষ্ঠিত হবে।

এতে প্রধান আলোচক থাকছেন ঢাকা মদিনাতুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসার প্রধান মুহাদ্দিস, আন্তর্জাতিক মুফাসসির ও দেশের শীর্ষস্থানীয় আলোচক ড.মুফতি আবুল কালাম আযাদ বাশার।

প্রধান অতিথি থাকবেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

বিশেষ বক্তা হিসেবে থাকবেন- চকরিয়া শাহারবিল আনোয়ারুল উলুম কামিল (মাস্টার্স) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী ও কুমিল্লার কাজিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা জসিম উদ্দিন চাঁদপুরী।

মাহফিলে সভাপতিত্ব করবেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও চট্টগ্রামের সীতাকুণ্ড কামিল (মাস্টার্স) মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সমাজপতি, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ মাহফিলে আমন্ত্রিত।

এদিকে, ঐতিহাসিক এই মাহফিলকে সফল করতে রবিবার (৭ মার্চ) বাদ মাগরিব শহরের বার্মিজ মার্কেটস্থ অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার জেলা বাবুর্চি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক।

উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবুর্চি, কক্সবাজার জেলা বাবুর্চি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, সিনিয়র সদস্য হামিদ বাবুর্চি, সমিতির ঈদগাহ শাখার অর্থ সম্পাদক মোঃ ইউছুফ প্রমুখ।

মাহফিলকে সফল করতে সভায় বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে সর্বস্তরের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.