অবশেষে ২০১৮সালে আলোর পথ দেখতে যাচ্ছে কক্সবাজারের রেলপথ

ওয়ান নিউজঃ রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, আগামী ২০১৮সালের মধ্যেই দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়ে যাবে। ইতোমধ্যেই গেলো সপ্তাহে রেল মন্ত্রনালয়ে প্রকল্পটি পাশ হয়েছে।

৮ সেপ্টেম্বর কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পাশের (নারিকেল বাগান) রেল লাইনের প্রধান স্টেশন পরিদশর্ন ও কক্সবাজার পৌর আওয়ামীলীগ আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরো বলেন, ১৭ সেপ্টেম্বর মধ্যে ঠিকাদারের সাথে চুক্তি হবে। ইতোমধ্যই জমি অধিগ্রহনের কাজ শুরু হয়েছে। ঝিনুক ও পাথরের কারোকার্য সম্মলিত ১৫ হাজার বর্গ ফুটের ৫তলা বিশিষ্ট অত্যাধুনিক একটি স্টেশন নিমার্ণ হবে। এ রেল পথের কার্যক্রম দুই ধাপে শুরু হবে। প্রথম ধাপে দোহাজারী থেকে চকরিয়া পর্যন্ত ও দ্বিতীয় ধাপে চকরিয়া থেকে কক্সাবাজার পর্যন্ত রেল লাইনের কাজ শেষ হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৩ এপ্রিল কক্সবাজারের রেল লাইনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন। তারই প্রেক্ষিতে অবশেষে আজ কক্সবাজারবাসীর স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নিদের্শে রেল পথের ব্যাপক উন্নয়ন হচ্ছে জাতির জনকের কন্যা শেখ হাসিনার ইচ্ছায় কক্সবাজারবাসী রেল লাইন পাচ্ছে। বৃটিশ গেলো, পাকিস্তান গেলো, এরশাদ গেলো, জিয়াউর রহমান গেলো কক্সাবাজারবাসী রেল লাইন দেখেনি। বিএনপি আমলে রেল পথ ছিলো অবহেলিত। তারা লুটপাটে ব্যস্ত ছিলো। আর আওয়ামীলীগ রেলের উন্নয়ন করছে। চলতি অর্থ বছরে ১৬ হাজার ১শ’ ৩৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে বর্তমান সরকার। যা বিএনপি সরকারের আমলে ছিলো মাত্র ৫ শ’ কোটি টাকা।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান, সাইমুম সরওয়ার কমল এমপি, আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবি ছিদ্দিক খোকন, ৫নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ডের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭ নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, ১৩ নং ওয়ার্ড সভাপতি জাফর আলম সহপৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.